চিত্রনায়িকা নিঝুম রুবিনা গতকাল এক ভয়াবহ ঘটনার শিকার হন, যখন রাইড শেয়ারিং গাড়ির চালক তার ইচ্ছার বিরুদ্ধে গাড়ি গুলশানের দিকে নিয়ে যেতে চান, অথচ তার গন্তব্য ছিল ধানমন্ডি। বনশ্রী থেকে যাত্রা শুরুর পর, গাড়ি চালক তার নির্দেশনা উপেক্ষা করে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকেন। সন্দেহ হলে রুবিনা তাকে গাড়ি থামানোর অনুরোধ করেন, কিন্তু চালক কথা শোনেননি। এক পর্যায়ে, সে তার গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে শুরু করেন, এবং যখন গাড়ির গতি কিছুটা কমে, তিনি লাফ দিয়ে গাড়ি থেকে বের হয়ে আসেন।
নিঝুম রুবিনা ফেসবুকে এই ঘটনার কথা শেয়ার করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এবং লেখেন, "আমরা কোন দেশে বসবাস করছি? দিনদুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না?" তিনি বলেন, গাড়ি থেকে লাফ দেওয়ার ফলে তার মাথায় আঘাতও পেয়েছেন, তবে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। রুবিনা জানান, তার ছোট সন্তান আছে, এবং তার নিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত।